www.bigoo.wswww.bigoo.wswww.bigoo.wswww.bigoo.wswww.bigoo.wswww.bigoo.wswww.bigoo.ws

এই পেইজটি ভালভাবে দেখতে হলে আপনার প্রয়োজন Mozilla Firefox Browser

Notice

আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য

* রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশে শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটিয়ে তাদের শারীরিক, মানসিক, সামাজিক ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করা।

* পাঠ্যসূচির যথাযথ অনুশীলন এবং ব্যবহারিক দক্ষতা বৃদ্ধিপূর্বক শিক্ষার সর্বোচ্চ মান নিশ্চিতকরণ।

* সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় মূল্যবোধ সৃষ্টির লক্ষ্যে ধর্মীয় আচার-আচরণ এবং ধর্মীয় কার্যাবলীর নিয়মিত অনুশীলন।

* ছাত্র-ছাত্রীদের আত্মপ্রত্যয়ী ও স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সাধারণ শিক্ষার পাশাপশি বর্তমান তথ্য প্রযুক্তির উপর প্রয়োজনীয় অনুশীলন এবং ব্যবহারিক জ্ঞানার্জনে সর্বাত্মক সহায়তা প্রদান।

* শিক্ষার মনোন্নয়নে ছাত্র-শিক্ষক-অভিভাবক সম্পর্ক জোরদারকরণ এবং পারস্পরিক সম্পর্কোন্নয়নের ব্যবস্থা গ্রহণ।

* ব্যবহারিক ও কর্মজীবনে বাংলা ও ইংরেজি ভাষার সফল ব্যবহার ও প্রয়োগ নিশ্চিত করার লক্ষ্যে ভাষা শিক্ষার প্রতি সর্বোচ্চ গুরুত্ব প্রদান।

* খেলাধূলা, শারীরিক কসরত ও সাংস্কৃতিক কার্যক্রমের অনুশীলন এবং ব্যবহারিক শিক্ষাদানের মাধ্যমে শিক্ষার্থীদের সংস্কৃতিমনা করে গড়ে তোলা।

প্রতিষ্ঠানে শিক্ষা ব্যবস্থার বিশেষ দিকসমূহ

শ্রেণীপাঠকে ফলপ্রসূ ও সফল করার লক্ষ্যে শিক্ষক কর্তৃক Lesson Plan (পাঠদানের পূর্ব প্রস্তুতি) রীতি অনুসরণ করা হয়, যা শিক্ষার মান উন্নয়ন নিশ্চিত করে।

প্রতিবছর বিবিধ সহশিক্ষাক্রমিক (Co-Curricular Activities) কার্যক্রমের আয়োজন করা হয়। শিক্ষার্থীদের মেধা, শিষ্ঠাচার, উত্তম আচরণ, নিয়মিত উপস্থিতি ও অন্যান্য বিষয় বিবেচনা পূর্বক পুরস্কার প্রদানের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের মেধার স্বীকৃতি ও উতসাহ প্রদান করা হয়।

ভর্তির পদ্ধতি

ভর্তি পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে শুন্য আসনে ছাত্র-ছাত্রী ভর্তি করা হয়। ভর্তি-ফরম বিতরণের তারিখ: ১৪ নভেম্বর থেকে। অফেরতযোগ্য ৫০ টাকার বিনিময়ে স্কুল অফিস থেকে ভর্তি-ফরম সংগ্রহ করতে হবে এবং তা যথাযথভাবে পূরণ করে পাসপোর্ট সাইজের ২ কপি ছবিসহ জমা দিয়ে প্রবেশ পত্র সংগ্রহ করতে হবে। লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের ভর্তির সুযোগ দেয়া হবে। শ্রেণী উপযোগী বয়স ভর্তির একটি বিবেচ্য বিষয়।
প্রত্যেক শ্রেণীর ভর্তি পরীক্ষা তাদের পূর্বের শ্রেণীর মান অনুযায়ী বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ের উপর অনুষ্ঠিত হবে। শুধমাত্র প্লে গ্রুপের ছাত্র-ছাত্রীদের আগে আসলে আগে ভিত্তিতে ভর্তি করা হবে। প্রতি শ্রেণীতে আসন সংখ্যা সীমিত।

স্কুলের সময়সূচি

প্রভাতী শাখা (সকাল ৮:৩০ থেকে বেলা ১১:৫৫ পর্যন্ত)

প্লে-গ্র“প থেকে ৩য় শ্রেণী পর্যন্ত

দিবা শাখা (বেলা ১২:১০ থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত)

৪র্থ থেকে ১০ম শ্রেণী পর্যন্ত

অবস্থার পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ এ সময়সূচি পরিবর্তন করতে পারবেন।

ভর্তি ও বেতন

নতুন ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের জন্য ভর্তিকালীন প্রদেয় ফি :
ভর্তি ফি: ১০০০ টাকা ও জানুয়ারি মাসের বেতন ৩০০ টাকা।
মোট ১৩০০ টাকা।

পুরাতন ছাত্র-ছাত্রীদের জন্য ভর্তিকালীন প্রদেয় ফি:
সেশন ফি: ৫০০ টাকা ও জানুয়ারি মাসের বেতন ৩০০ টাকা।
মোট ৮০০ টাকা।

মাসিক বেতন : সকল শ্রেণীর জন্য ৩০০ টাকা।

৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি যোগ্যতা: প্রাথমিক সমাপনী পরীক্ষায় ন্যূনতম  প্রাপ্ত হতে হবে। তবে সমাপনী পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীরা বিনা বেতনে পড়ার সুযোগ পাবে।

নিরাপত্তা

পরিবেশের একটি প্রয়োজনীয় উপাদান হচ্ছে নিরাপত্তা। একটি নিরাপদ পরিবেশ শিক্ষার্থীর শিক্ষা গ্রহণ যেমন আনন্দময় করে তেমনি অভিভাবকগণকে রাখে উতকণ্ঠামুক্ত। এই মানসে স্কাইলার্ক ইন্টারন্যাশনাল স্কুলের  ছাত্র/ছাত্রীদের স্কুলের আভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করা হয়েছে।

খেলাধূলা

খেলাধূলা ছাত্র/ছাত্রীদেরকে শরীর গঠন ও মনকে প্রফুল্ল রাখে যা তার শিক্ষা গ্রহণের সহায়ক শক্তি হিসেবে কাজ করে। তাই পাঠ গ্রহণের একঘেয়েমি কাটিয়ে পাঠ গ্রহণকে আনন্দময় করে তোলার লক্ষ্যে প্রতি বছর ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

স্কুল ড্রেস

বালক :
শার্ট : হালকা আকাশী রঙের শার্ট। প্যান্ট : নেভী ব্লু রঙের প্যান্ট।
জুতা : সাদা কাপড়ের জুতা । মোজা : পাতলা সাদা মোজা।

বালিকা : (জুনিয়র ওয়ান-৩য় শ্রেণী)
ফ্রক : হালকা আকাশী রঙের ফ্রক (হাটুর চার আঙ্গুল নিচ পর্যন্ত)।
বেল্ট : ১১/২ ইঞ্চি চওড়া সাদা রঙের কাপড়ের বেল্ট। পায়জামা : সাদা রঙের।
স্কার্ফ : নেভী ব্লু রঙের ত্রিকোণী স্কার্ফ, জুতা : সাদা কাপড়ের জুতা । মোজা : পাতলা সাদা মোজা।

বালিকা : (৪র্থ শ্রেণী- ১০ম শ্রেণী)

কামিজ : হালকা আকাশী রঙের কামিজ (হাটুর চার আঙ্গুল নিচ পর্যন্ত)।

বেল্ট ও ক্রস ওড়না : ১১/২ ইঞ্চি চওড়া বেল্টসহ সাদা রঙের কাপড়ের ক্রস ওড়না।

পায়জামা : সাদা রঙের। ওড়না : ৭ / ৩ ফুট মাপের নেভী ব্লু ওড়না।

জুতা : সাদা কাপড়ের জুতা। মোজা : পাতলা সাদা মোজা।

শীতকালীন পোশাক

ছেলে : নেভী ব্লু রঙের হাফ হাতা সুয়েটার

মেয়ে : নেভী ব্লু রঙের ফুল হাতা বুক ফাঁড়া সুয়েটার (কার্ডিগান)।

ডিটেনশন ক্লাস

যে সকল ছাত্র-ছাত্রী শ্রেণীপাঠ তৈরি করতে ব্যর্থ হয় সে সকল ছাত্র-ছাত্রীকে ডিটেনশন ক্লাসের মাধ্যমে দৈনিক পাঠ আদায় করে ছুটি দেয়া হয়।

চিত্রাঙ্কন

শিশুশ্রেণী থেকে ৩য় শ্রেণীর ছাত্র-ছাত্রীদের চিত্রাঙ্কনের উপর বিশেষ ব্যবস্থা নেয়া হয় এবং খুব সহজে ছবি আঁকার নিয়ম-কানুন শেখানো হয়।

শরীর চর্চা ও খেলাধূলার ব্যবস্থা

সকল ছাত্র-ছাত্রীর স্বাস্থ্যরক্ষা ও রোগমুক্ত থাকার লক্ষ্যে শরীর চর্চার ব্যবস্থা করা হয়।

সহপাঠ্যক্রমিক কার্যক্রম

সংস্কৃতি ও মেধাচর্চা মানুষের সুকুমার বৃত্তিগুলোর বিকাশ সাধন করে। মানুষকে শোভন, চৌকষ, বাগ্মী এবং বিভিন্নভাবে পারদর্শী করে গড়ে তোলে। তাই শিক্ষার্থীদের সুকুমার বৃত্তির প্রস্ফুটনের লক্ষ্যে শিক্ষার্থীদের বিতর্ক, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, ধারাবাহিক গল্প বলা, সাধারণ জ্ঞান, বিভিন্ন শিক্ষা উপকরণ সংগ্রহ ও প্রস্তুতি ইত্যাদি অনুশীলন করানো হয়।

শিক্ষক-অভিভাবক যোগাযোগ

প্রতি শনিবার স্কুল ছুটির পর অভিভাবকগণ বিশেষ প্রয়োজনে প্রধান শিক্ষক, শ্রেণীশিক্ষক অথবা বিষয় শিক্ষকের সাথে সাক্ষাত করে নিজ নিজ সন্তানের লেখাপড়ার মান সম্পর্কে বিস্তারিতভাবে জানতে ও মতবিনিময় করতে পারবেন।

সাংস্কৃতিক কার্যক্রম

স্কাইলার্ক ইন্টারন্যাশনাল স্কুলের নিম্ন পর্যায় থেকে ছাত্র/ছাত্রীদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে নিয়মিত সৃজনশীল গুণাবলীর চর্চা করানো হয়। যার মধ্যে বিতর্ক, আবৃত্তি, কৌতুক, ছড়া, গান, সংগীত, গল্প বলা, চিত্রাংকন প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়।

শিক্ষা সফর

ছাত্র/ছাত্রীদের জ্ঞানলাভের পাশাপাশি বিনোদনের উদ্দেশ্যে দেশের গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক স্থানসমূহে শিক্ষা সফরের ব্যবস্থা করা হয়।

পরিবেশ

একটি ভাল স্কুলে সঠিক মান সম্পন্ন পাঠ্যক্রম, পাঠ পরিকল্পনা, যোগ্যতা সম্পন্ন অভিজ্ঞ শিক, কঠোর প্রশাসনের পাশাপাশি প্রয়োজন একটি সুন্দর শিক্ষপোযোগী পরিবেশ। এই লক্ষ্যে স্কুলটি হতে হবে অবশ্যই শিক্ষানুকূল পরিবেশে। এই দিক বিবেচনা করেই স্কাইলার্ক ইন্টারন্যাশনাল স্কুলটির  অবস্থান নির্ধারণ করা হয়েছে আবাসিক এলাকায় সুন্দর ও মনোরম পরিবেশে।

বিভিন্ন শ্রেণীতে সম্ভাব্য বয়সসীমা

শ্রেণী                 বয়স

প্লে গ্রুপ    :         :-৫ বছর

জুনিয়র ওয়ান      :৫ +  বছর

প্রথম শ্রেণী           :৬ + বছর

দ্বিতীয়    :          :৭ + বছর

তৃতীয়    :          :৮ + বছর

চতুর্থ    :           :৯ + বছর

পঞ্চম    :           :১০ + বছর

ভর্তির নিয়মাবলী (জুনিয়র ওয়ান থেকে নবম শ্রেণী)

নতুন ছাত্র-ছাত্রীদের জন্য

ভর্তি পরীক্ষার ফরম বিতরণ : ১৪ নভেম্বর থেকে ২৬ নভেম্বর, ২০০৯ খ্রি.

ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে : ০৫ ডিসেম্বর, ২০০৯ খ্রি.

ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ : ০৬ ডিসেম্বর, ২০০৯ খ্রি.

ভর্তি : ০৭ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর ২০০৯ খ্রি. পর্যন্ত

কাশ শুরু : ০৩ জানুয়ারি, ২০১০ খ্রি.।

পুরাতন ছাত্র-ছাত্রীদের জন্য

বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র/ছাত্রীদের পুনঃভর্তি : ১৭ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত

শুধুমাত্র প্লে গ্রুপে ভর্তি শুরু: ১৫ নভেম্বর থেকে (আগে আসলে আগে ভিত্তিতে)।

১ম বছরে(২০০৮ সালে) বৃত্তিপ্রাপ্ত:

প্রাথমিক বৃত্তি: ৮ জন;

জুনিয়র বৃত্তি: ৩ জন;

বেসরকারি বৃত্তি: ৩৩ জন।

Visitors to this page

আমাদের অন্য ওয়েব সাইট :

ABOUT US

SALAHUDDIN AHMED

M.A

CHAIRMAN

Skylark International School Kashinathpur, Pabna—6682 Tel. Phone : 07332-54145 Cell Phone : 01915-462606 E-mail : salahuddin_skylark@yahoo.com

WORK EXPERIENCE:

1. I woked as a staff reporter in the daily Pabnar Alo

2. I also worked as a news editor in the weekly Jonotar Joti

HOBBIES:

Listening music, traveling ........................................................

MD. ALAUL HOSSAIN

B.A(Hons.), M.A

Head Teacher

Skylark International School

Kashinathpur, Pabna—6682

Tel. Phone : 07332-54145 Cell Phone : 01915-656996 E-mail : alaul_skylark @yahoo.com alaulskylark@gmail.com

WORK EXPERIENCE:

1. I woked as a staff reporter in the daily Ichhamoti from January, 2000 upto December, 2004.

2. I woked as a staff reporter in the monthly Sargam(about music) from January, 2001 upto Nobember, 2007.

3. I also worked as a news editor in the weekly Jonotar Joti from January, 2005 upto December, 2008.

4. I had been teaching as an assistant teacher in Al-hera Academy (School & College) from 5 January, 2006 upto 05 October, 2006.

5. I had been teaching as an assistant teacher in National School & College, Dhaka from Nobember, 2006 upto June 2007.

6. I had been also teaching as an assistant teacher in Kashinathpur Abdul Latif High School, Pabna from July, 2007 upto January 2008.

CO-CURRICULUM ACTIVITIES:

I obtained some rewards for the following activities on the occation of National educational week which was held in Santhia upozila & Pabna district.

1. Reciting Poem;

2. Excellent hand writing.

HOBBIES:

Listening music, reciting poem, traveling..

¯‹vBjvK© msMxZ

স্কাইলার্ক সংগীত

কথা সুর: আলাউদ্দিন আলো

সংগীত শিক্ষক,স্কাইলার্ক

স্কুল

আমাদের স্বপ্ন বিশ্ব জয়ের

এই দেশ আমাদের চেতনা

মেধা আর মননের উকর্ষ

স্কাইলার্ক আমাদের প্রেরণা \

কুড়ি থেকে ফুল করে ফুলের সৌরভ ছড়াতে

আমাদের চেষ্টা আমাদের নিষ্ঠা

হার মানবো না কোনো বাধাতে

প্রতিজ্ঞা আমাদের হবেই সফল

সময়ের সাথে করি সাধনা \

ঘৃণা করি ধ্বংসের ভালোবাসি যা কিছু সুন্দর

শিক্ষা-খেলাধুলা, সুমধুর সংগীত

অন্যায় প্রতিবাদে হাতিয়ার

সুন্দর পৃথিবী চাই আমরা

শান্তি আমাদের কামনা \

Lyric , Tune AND Vocal:

ALAUDDIN ALO.

Tabla:

GAUTOM DAS.

Skylark Theme Song...

Labels

PLEASE CLICK HERE

Go For Details