www.bigoo.wswww.bigoo.wswww.bigoo.wswww.bigoo.wswww.bigoo.wswww.bigoo.wswww.bigoo.ws

এই পেইজটি ভালভাবে দেখতে হলে আপনার প্রয়োজন Mozilla Firefox Browser

About School

Message of the Chief Advisor

It is said that ignorance is the curse of God.Ignorance is the night and the spirit but a night without stars and moon. It is almost always on the point of doing evil but knowledge is power. It is the wing where with to fly heaven. So we should always try to avoid ignorance. It is also because of true fact that art is long; life is short. Education is also the backbone of a nation. We also know that the first step to knowledge is to know that we are ignorant. To know how to suggest is the great art of teaching. Education flourishes the spirit of sole. Skylark will do this perfectly in the region. It is my hope as well as expectation.

Dr. Md. Shameem Hossain
Lecturer
Rajshahi Medical College.

সভাপতির কথা



সম্মানিত অভিভাবক,

আসসালামু আলাইকুম ওয়া

রাহমাতুল্ল­াহ্।প্রথমেই মহান আল্লাহ্ রাব্বুল

আল-আমীন- এর কাছে শুকরিয়া

আদায়

করছি বিগত ১টি বছর সুষ্ঠুভাবে স্কাইলার্ক

ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষা কার্যক্রম

পরিচালনায় সামর্থদানের জন্য।

স্কাইলার্ক

স্কুল প্রতিষ্ঠার শুরুতে আমাদের প্রতিশ্র“তি

ছিল বাংলা মাধ্যমের পাশাপাশি ইংরেজি

মাধ্যমসহ নবম শ্রেণী চালু করার। সে

প্রতিশ্র“তি বাস্তবায়নের দিকে এগিয়েছি আমরা। আপাতত নবম শ্রেণীতে বাণিজ্য ও মানবিক

বিভাগে এবং প্লে গ্র“প থেকে স্ট্যান্ডার্ড টু পর্যন্ত ইংলিশ মিডিয়ামে ছাত্র-ছাত্রী ভর্তি করা হচ্ছে।

পরবর্তী বছর থেকে এর পরিসর ধাপে ধাপে বাড়ানো হবে ইনশাআল্লাহ্।শিক্ষার মৌলিক উদ্দেশ্য

হচ্ছে মানুষের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটিয়ে তাকে মানব সম্পদে পরিণত করা। প্রচলিত শিক্ষা

ব্যবস্থার গতানুগতিক পাঠদান থেকে বেরিয়ে মৌলিক শিক্ষার উদ্দেশ্যে যুগোপযোগী মানব

সম্পদ তৈরির লক্ষ্যে স্কাইলার্ক স্কুলের যাত্রা শুরু হয়েছে। দেশকে এগিয়ে নিতে হলে, জাতিকে

সমৃদ্ধ করতে হলে উন্নত, আধুনিক,বাস্তব সম্মত অর্থাৎ আদর্শিক শিক্ষায় শিক্ষিত করতে হবে

আমাদের বর্তমান ও ভবিষ্যত প্রজন্মকে।আমাদের অঙ্গীকার আধুনিক জ্ঞান ভাণ্ডারে সমৃদ্ধ ও

প্রতিযোগিতামুখর বিশ্বের চ্যালেঞ্জ গ্রহণের যোগ্যতা সম্পন্ন মানব সম্পদ তৈরি করা। এ মহতী

উদ্যোগের ধারাবাহিকতা রক্ষায় গত বছরের ন্যায় ভবিষ্যতেও সবার সহযোগিতা, সহমর্মিতা

এবং সৎ পরামর্শ পাবো এ প্রত্যাশা আমাদের সবার।ইনশাআল্লাহ্ সবার সহযোগিতায় এ

প্রতিষ্ঠানটি খুব শীঘ্রই যুগোপযোগী মানব সম্পদ গড়ার একটি চমকপদ দৃষ্টান্ত হিসেবে

বিবেচিত হবে।

সালাহউদ্দিন আহমেদ

এম. এ

সভাপতি


প্রধান শিক্ষকের কথা



Equip yourself

স্কাইলার্ক ইন্টারন্যাশনাল স্কুলের মূল দর্শন।এর বাংলা করলে কী দাঁড়ায়? সহজ সরলভাবে আমরা বলতে পারি ‘নিজেকে যোগ্য করে তোল’। আমরা যেভাবেই বাঁচি না কেন,অন্তিম বিচারে যোগ্যতা, অভিজ্ঞতা, দক্ষতা, মেধা এক কথায় সামগ্রিক পারদর্শিতা ছাড়া টিকে থাকা দায়। পৃথিবীটাতো যোগ্য লোকের জন্যই। যদি প্রশ্ন এসে যায়, একজন ব্যক্তি কিভাবে নিজেকে যোগ্য করে তুলবে? একটা উপায় আন্তোন্নতি। কিন্তু আন্তোন্নতির উপায় তো একটা নয়। হাজারো উপায়ে, হাজারো ভাবে, নানা মতে, নানা পথে একজন মানুষ তার বোধের, তার সত্তার উন্নয়ন ঘটাতে পারে।চন্দন কাঠের মূল্য যেমন তার সুগন্ধিতে, মানুষের মূল্যও তেমনি তার মনুষ্যত্বে। মানুষ মানুষের আকার নিয়ে জন্মায় বটে কিন্তু নিরন্তর চর্চার ভেতর দিয়েই সে মানুষ হয়ে উঠে। মানুষের পরিপূর্ণ বিকাশের জন্য, মনুষ্যত্ব অর্জনের জন্য এই যে চর্চা তার কিছু হয় নিজের অজান্তে, কিছু হয় উদ্যোগ আয়োজনে। ফলে হৃদয়ের সুকুমার বৃত্তিগুলোর পরিস্ফুটন ঘটে। তখনই আমরা আলোকিত মানুষের দেখা পাই।সেই কবে পাথরে পাথর ঘষে আগুন জ্বেলেছিল আদিম মানুষ। সেটাই ছিল পৃথিবীতে সভ্যতার প্রথম আলো। কালপরিক্রমায় আহ্নিক ও বার্ষিক গতিধারায় এরই মধ্যে পৃথিবী অনেক দূর এগিয়েছে। আমরা বিগত অর্ধশতকেই সভ্যতার চরম শিখরে পৌঁছে গেছি। সভ্যতার ক্রমোন্নতিই তো আধুনিকতা। সে বিবেচনায় আমরা শুধু আধুনিকই নই, অত্যাধুনিক জীবনের পথে চলেছি মাথা উঁচু করে। কিন্তু আজকের বিশ্ব, দেশ, জাতি, সমাজ, মাটি, মানুষ, মন সব কিছুকে সামনে রেখে আমাদের দ্বারাই মাঝে মাঝে যা ঘটছে তাতে আমাদের সভ্যতা আর আধুনিকতা ষোলআনাই প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে।অত্র এলাকার শিক্ষার্থীদের বেড়া, পাবনা, উল্লাপাড়া কিংবা টাঙ্গাইলে ছুটাছুটির প্রধান কারণ এলাকায় মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের অভাব। অথচ, এ অভাব পূরণে আমাদের একটা দায়বোধ থাকা উচিত। মূলত Social Commitment এবং ভেতরের উৎপাত থেকেই আমরা কতিপয় তরুণ স্কুল প্রতিষ্ঠা করেছি। এই স্কুলের ছাত্রছাত্রীরা প্রশ্নাতীতভাবে সভ্যতায়, প্রাজ্ঞতায়, পারদর্শিতায় এই সমাজের কাজে, এ দেশের কাজে নিজেদের উৎসর্গ করুক। জীবনাচরণে ঘরে বাইরে সব জায়গায় মৌলিক মানবিকতার চরম পরাকাষ্ঠায় উদ্ভাসিত হউক। এটা আমাদের স্বপ্ন নয়, এটা আমাদের চাওয়া, আমাদের প্রত্যাশা।ভবিষ্যত প্রান্তরে মেধার সবটুকু পাপড়ী মেলে, জ্ঞানের সবটুকু পরাগ ছড়িয়ে এই দেশ, মৃত্তিকা আর মানুষকে আপন ভালবাসায় সিক্ত করে একজন প্রজ্ঞাবান মানুষ হিসেবে স্কাইলার্ক ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র-ছাত্রীরা গড়ে উঠবে। এই আয়োজন আমরা সম্পন্ন করেছি আমাদের পরিকল্পনায়, কাজে-কর্মে, পথে ও পদ্ধতিতে। আগামী দিনের বহুমাত্রিক জীবনের প্রত্যাশায় যারা স্বপ্ন দেখতে জানে, গভীর গোপনে যারা বুকের ভেতর পুষে রাখে বহুদূর যাওয়ার বাসনা, আত্মপ্রত্যয়ী, অমিত সম্ভাবনাময় সেইসব কোমলমতি ছাত্র-ছাত্রীদের স্কাইলার্ক ইন্টারন্যাশনাল স্কুলে আমন্ত্রণ জানাই।

আলাউল হোসেন

বি. এ (অনার্স), এম. এ

প্রধান শিক্ষক

Visitors to this page

আমাদের অন্য ওয়েব সাইট :

ABOUT US

SALAHUDDIN AHMED

M.A

CHAIRMAN

Skylark International School Kashinathpur, Pabna—6682 Tel. Phone : 07332-54145 Cell Phone : 01915-462606 E-mail : salahuddin_skylark@yahoo.com

WORK EXPERIENCE:

1. I woked as a staff reporter in the daily Pabnar Alo

2. I also worked as a news editor in the weekly Jonotar Joti

HOBBIES:

Listening music, traveling ........................................................

MD. ALAUL HOSSAIN

B.A(Hons.), M.A

Head Teacher

Skylark International School

Kashinathpur, Pabna—6682

Tel. Phone : 07332-54145 Cell Phone : 01915-656996 E-mail : alaul_skylark @yahoo.com alaulskylark@gmail.com

WORK EXPERIENCE:

1. I woked as a staff reporter in the daily Ichhamoti from January, 2000 upto December, 2004.

2. I woked as a staff reporter in the monthly Sargam(about music) from January, 2001 upto Nobember, 2007.

3. I also worked as a news editor in the weekly Jonotar Joti from January, 2005 upto December, 2008.

4. I had been teaching as an assistant teacher in Al-hera Academy (School & College) from 5 January, 2006 upto 05 October, 2006.

5. I had been teaching as an assistant teacher in National School & College, Dhaka from Nobember, 2006 upto June 2007.

6. I had been also teaching as an assistant teacher in Kashinathpur Abdul Latif High School, Pabna from July, 2007 upto January 2008.

CO-CURRICULUM ACTIVITIES:

I obtained some rewards for the following activities on the occation of National educational week which was held in Santhia upozila & Pabna district.

1. Reciting Poem;

2. Excellent hand writing.

HOBBIES:

Listening music, reciting poem, traveling..

¯‹vBjvK© msMxZ

স্কাইলার্ক সংগীত

কথা সুর: আলাউদ্দিন আলো

সংগীত শিক্ষক,স্কাইলার্ক

স্কুল

আমাদের স্বপ্ন বিশ্ব জয়ের

এই দেশ আমাদের চেতনা

মেধা আর মননের উকর্ষ

স্কাইলার্ক আমাদের প্রেরণা \

কুড়ি থেকে ফুল করে ফুলের সৌরভ ছড়াতে

আমাদের চেষ্টা আমাদের নিষ্ঠা

হার মানবো না কোনো বাধাতে

প্রতিজ্ঞা আমাদের হবেই সফল

সময়ের সাথে করি সাধনা \

ঘৃণা করি ধ্বংসের ভালোবাসি যা কিছু সুন্দর

শিক্ষা-খেলাধুলা, সুমধুর সংগীত

অন্যায় প্রতিবাদে হাতিয়ার

সুন্দর পৃথিবী চাই আমরা

শান্তি আমাদের কামনা \

Lyric , Tune AND Vocal:

ALAUDDIN ALO.

Tabla:

GAUTOM DAS.

Skylark Theme Song...

Labels

PLEASE CLICK HERE

Go For Details